বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র দুদকের হানা, প্রাথমিক তদন্তে মিলছে অনেক ধরনের অসংগতি

- আপডেট ০২:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৪৮ বার পঠিত হয়েছে
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল হানা দিয়েছে। বিভিন্ন আর্থিক অনিয়ম ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ থাকায় বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত কার্যক্রম শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে নানান অসংগতির তথ্য মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছে বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুর রহমান।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১ টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনার পর উপপরিচালক সাইদুর রহমান জানান, কয়েটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকাশিত হওয়ায় এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাদের বেতন ভাতা সংক্রান্ত অসংগতির বিষয়গুলি নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। দিনভর তাপবিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, পূর্ণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে।