বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে সিয়াম নামে ১ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

- আপডেট ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৮৫ বার পঠিত হয়েছে
বগুড়ায় সিয়াম হোসেন নামে ১ তালিকাভুক্ত সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার ২০ জুন রাত ১১ টার দিকে শহরের রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিয়াম হোসেন শহরের সেউজগাড়ী (রেলওয়ে কলোনী) এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানান লেফটেন্যান্ট ফাহাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি সেনা টহল দল বগুড়া রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা সিয়াম হোসেন নামে ১ তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সিয়াম হোসেনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৪টি মামলায় রয়েছে। গ্রেফতারকৃত সিয়াম দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলো। অভিযানের সময় সিয়াম সুকৌশলে এলাকা ত্যাগ করার চেষ্টা করলে সেনা সদস্যরা কৌশলী পদক্ষেপ নিয়ে তাকে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, গ্রেফতারের পর আসামি সিয়ামকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই কার্যকর ও দ্রুত পদক্ষেপের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।