Dhaka ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর গোয়ালা ইউপির ফজেলাপুরে ঐতিহ্যবাহী ও অলৌকিক বনকালী পূজার মেলা অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট ০২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ৯৭ বার পঠিত হয়েছে

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন ফজলাপুর গ্রামে সনাতন হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান বনকালী মা ঠাকুরাণী পূজার মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন শুনিবার সকাল থেকে আরম্ভ হয় বনকালী পূজা,সারা রাত্রি মায়ের পুজা পরে সকালে ভক্তদের মাঝে প্রসাধ বিতরণকরা হয়। এবং রবিবার শ্মশান খেলা ও পাঠা বলি দিয়ে উৎসর্গ করে

“বনের কালী” নামেও পরিচিত, হলো দেবী কালীর একটি বিশেষ পূজা যা সাধারণত জঙ্গলে বা প্রকৃতির কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হয়। এই পূজা বিশেষত পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে প্রচলিত, যেখানে লোকবিশ্বাস অনুসারে, কালী দেবী বনের মধ্যে বসবাসকারী বিভিন্ন আত্মাদের রক্ষা করেন। 

এই পূজার মাধ্যমে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি, রোগ নিরাময় এবং সমৃদ্ধি কামনা করা হয়। 
পূজার সভাপতি শ্রী বিজয় চন্দ্র বর্মনের সঙ্গে কথা হলে তিনি বলেন

বিগত বছরের চেয়ে এবার পূজায় আনন্দ অনেক বেশি এবং ভক্তবৃন্দ এর উপস্থিতি অনেক পূজা কমিটির সাধারণ সম্পাদক এর সঙ্গে কথা হলে তিনি বলেন পুজাতে কোন রকম বাধা ভিন্ন নাই এবার পূজাতে এসে খুব আনন্দ লাগছে কারণ বিগত বছরগুলোতে এত ভক্তবৃন্দুর উপস্থিতি ছিল না।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পূজা যেন তারা নির্বিঘ্নে ও সুন্দরভাবে করতে পারে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁর গোয়ালা ইউপির ফজেলাপুরে ঐতিহ্যবাহী ও অলৌকিক বনকালী পূজার মেলা অনুষ্ঠিত

আপডেট ০২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন ফজলাপুর গ্রামে সনাতন হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান বনকালী মা ঠাকুরাণী পূজার মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন শুনিবার সকাল থেকে আরম্ভ হয় বনকালী পূজা,সারা রাত্রি মায়ের পুজা পরে সকালে ভক্তদের মাঝে প্রসাধ বিতরণকরা হয়। এবং রবিবার শ্মশান খেলা ও পাঠা বলি দিয়ে উৎসর্গ করে

“বনের কালী” নামেও পরিচিত, হলো দেবী কালীর একটি বিশেষ পূজা যা সাধারণত জঙ্গলে বা প্রকৃতির কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হয়। এই পূজা বিশেষত পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে প্রচলিত, যেখানে লোকবিশ্বাস অনুসারে, কালী দেবী বনের মধ্যে বসবাসকারী বিভিন্ন আত্মাদের রক্ষা করেন। 

এই পূজার মাধ্যমে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি, রোগ নিরাময় এবং সমৃদ্ধি কামনা করা হয়। 
পূজার সভাপতি শ্রী বিজয় চন্দ্র বর্মনের সঙ্গে কথা হলে তিনি বলেন

বিগত বছরের চেয়ে এবার পূজায় আনন্দ অনেক বেশি এবং ভক্তবৃন্দ এর উপস্থিতি অনেক পূজা কমিটির সাধারণ সম্পাদক এর সঙ্গে কথা হলে তিনি বলেন পুজাতে কোন রকম বাধা ভিন্ন নাই এবার পূজাতে এসে খুব আনন্দ লাগছে কারণ বিগত বছরগুলোতে এত ভক্তবৃন্দুর উপস্থিতি ছিল না।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পূজা যেন তারা নির্বিঘ্নে ও সুন্দরভাবে করতে পারে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।