কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

- আপডেট ১০:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৫৮ বার পঠিত হয়েছে
জয়পুরহাটে কালাই উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিফ -২মৌসুমে রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১৮ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রণোদনার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান,
অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ এবং কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আল আমিন, সহ প্রমুখ।
কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা যায়,২ হাজার ১৫০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয় ।
কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন,এটি সরকারের চলমান প্রক্রিয়া। কৃষকদের খরিফ মৌসুমে আবাদ বৃদ্ধি লক্ষে এ প্রনোদন বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে এটা অব্যাহত থাকবে। তাছাড়াও তিনি ওই সময় কৃষকদের নানা পরামর্শ প্রদান করেন।