বগুড়ার সেনাবাহিনীর টহল দল ৯০ বছরের বৃদ্ধা বিমলা রানীর পাশে দাঁড়ালেন

- আপডেট ০৯:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১০৬ বার পঠিত হয়েছে
মানুষ মানুষের জন্য এমন নজির স্থাপন করলেন বগুড়া সদর সেনা ক্যাম্প। সদর উপজেলার বড়কুমিরা হিন্দুপাড়া এলাকায় ৯০ বছরের বৃদ্ধা মহিলা বিমলা রানীর সন্তানেরা সব সময় জন্মদাতা মাকে অবহেলা করেন বয়সের ভারে নুয়ে পড়া অসহায় অবস্থায় রোদে নিজ ঘরের সামনে চাতক পাখির মতো বসেছিলেন। বিমলা রানীর হায়রে কপাল তিনজন পুত্র সন্তান ও তাদের স্ত্রী থাকার পরেও অবহেলা অবজ্ঞার ফলে আজ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে যান বগুড়ার সেনা ক্যাম্পের টহল দল, নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট ফাহাদ।
বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়ার টহল কমান্ডার সংশ্লিষ্টদের পরিবারের সবাইকে কঠোরভাবে সতর্ক করেন আর যেন ভবিষ্যতে এই বৃদ্ধা বিমলা রানীর সঙ্গে এমন অমানবিক আচরণ না করেন। সেনা সদস্যরা বৃদ্ধা বিমলা রানীর পুণর্বাসনের ব্যবস্থা করেন, তাঁকে শুকনো খাবার সরবরাহ করেন। লেফটেন্যান্ট ফাহাদ আশ্বস্ত করেন যে, বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে নিয়মিত পরিবারটির খোঁজ খবর নেবেন ও পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিমলা রানী সেনাবাহিনীদের কাছে পেয়ে আবেগ অনুতপ্ত হয়ে পড়েন, এবং আশীর্বাদ কামনা করেন।