বগুড়ার দুপচাঁচিয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

- আপডেট ০৬:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১৫৭ বার পঠিত হয়েছে
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মারপিট ও গুলিবর্ষণের অভিযোগে গত সোমবার ১৬ জুন রাতে দুপচাঁচিয়া থানায় সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, বর্তমান সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব সহ আওয়ামীলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে গত ২০২৪ সালের ৪ আগস্ট রোববার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে.কে কলেজে জমায়েত হয়। দুপুর ১২টায় কলেজ হতে মিছিল বের করে। মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড হয়ে থানার দিকে আসার পথে মিছিলটি থানা থেকে প্রায় ৫শ’ ফিট দূরে পৌছিলে পূর্বে থেকে অবস্থান করা আওয়ামীলীগের নেতাকর্মীরা আন্দোলনকে প্রতিহত করার জন্য আগ্নেয়অস্ত্র সহ লাঠি, রড, দিয়ে মিছিলের উপর এলোপাথারি হামলা করে। এসময় পাশ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার গ্রামের শামছুল হক ফকিরের ছেলে নওগাঁ বদলগাছি উপজেলার বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুনিরুল ইসলাম মুনির (২২) গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ সংক্রান্তে তার বাবা শামছুল হক ফকির গত শনিবার রাতে ৩৫ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।