বগুড়ার দুপচাঁচিয়ায় বেসামরিক প্রশাসন সেনাবাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

- আপডেট ০৬:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ১৩৯ বার পঠিত হয়েছে
দেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং মহাসড়কে যাতায়েতের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৬ জুন সোমবার ২০২৫ ইং তারিখ ১৫০০ হতে ২০০০ ঘটিকায় বেসামরিক প্রশাসন সেনাবাহিনী এর সমন্বয়ে ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া আর্মি ক্যাম্প হতে বিএ-১২৪৯৬ লেঃ মোঃ ফাতিন মুসতাহসিন এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় বাস কাউন্টার গুলোতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করলে পরিলক্ষিত হয় যে, বাস কাউন্টারে অনুমোদিত হার অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে।
অতঃপর মোবাইল কোর্ট চলাকালীন কয়েকটি বাস এর কাগজপত্র দেখতে চাইলে ০৪টি বাস এর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
পরবর্তীতে উক্ত বাস সমূহের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার অপরাধে ০৪টি বাস’কে ১২,০০০/- টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।