সর্বশেষ
❤️কোটি বছরের প্রাপ্তি❤️

কবি-তাছলিমা আক্তার মুক্তা
- আপডেট ০৪:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ১২৪ বার পঠিত হয়েছে
👩🦰
💛❤️🧡
তোমায় অনেক ভালোবাসি বলেই
তোমায় দেখার জনম জনমের ক্ষুধা
তোমার প্রতি মায়া আছে বলেই
তোমার স্পর্শে কোটি বছরের তৃষ্ণা।
💓❤️🩹💘
মানুষের জীবনে দুঃখ আছে বলেই
মানুষ সুখের জন্য করে আরাধনা,
মানুষ সুখ হারায় বলেই উপস্থিতিতে
সুখের জন্য এতো শত কামনা ।
😂🤣🥲
তোমার কথায় ছন্দ খুঁজে ফিরি
তোমার কথাতেই আলো ,
তুমি আমার শত জনমের প্রীয়
আমি তোমাকেই বাসিভালো।
🧔♂️🧔♂️🧔♂️
তুমি লক্ষ বছরের সাধনা নও
কিন্তু কোটি বছরের প্রাপ্তি ,
হাজার বছরের পথ চলা নও
তুমি শত জনমের সাথী।
👩❤️💋👨 👩❤️💋👨 👩❤️💋👨
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
সম্পর্কিত