Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় হাতুড়িপেটায় আল- আমিন নামে এক ব‍্যাবসায়ীর মৃত্যু

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১২:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পঠিত হয়েছে

বগুড়ার শাজাহানপুর মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন(৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২ আগষ্ট (শনিবার) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীব অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
নিতহ আল আমিন শাজাহানপুর উপজেলাধীন ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হেসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন এর মধ্য হামলার শিকার হন আল আমিন ও তার পরিবার।
দুই ঘটনায়ই থানায় মামলা করেন তিনি।এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তাকে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়।
হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে এসময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই বুধবার বগুড়ার শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার অফিস ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন, “অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে আজ রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ায় হাতুড়িপেটায় আল- আমিন নামে এক ব‍্যাবসায়ীর মৃত্যু

আপডেট ১২:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বগুড়ার শাজাহানপুর মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন(৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২ আগষ্ট (শনিবার) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীব অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
নিতহ আল আমিন শাজাহানপুর উপজেলাধীন ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হেসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন এর মধ্য হামলার শিকার হন আল আমিন ও তার পরিবার।
দুই ঘটনায়ই থানায় মামলা করেন তিনি।এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তাকে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়।
হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে এসময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই বুধবার বগুড়ার শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার অফিস ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন, “অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে আজ রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।