কালাইয়ে পথচারীর জীবন নিতে মরা গাছটি দীর্ঘদিন দাঁড়িয়ে আছে!

- আপডেট ০৩:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১২১ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলাধীন কালাই বাসস্ট্যান্ড হতে ক্ষেতলাল উপজেলায় যাওয়ার রাস্তাটিতে কালাই সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এবং কালাই মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মুখে দীর্ঘদিন থেকে একটি মরা গাছ দাঁড়িয়ে আছে। উক্ত রাস্তা দিয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কালাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, কালাই ইউনিয়ন ভূমি অফিস, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ এবং কালাই হাটে যাতায়াতকারীগণ সর্বক্ষণ চলাফেরা করেন। উক্ত মরা গাছটি যেকোনো মুহূর্তে পথচারীদের উপর পড়ে জীবন কেড়ে নিতে পারে। দুঃখের বিষয় এই ব্যাপারে কারো কোনো প্রকার পদক্ষেপ নেই। হয়তো বড় দুর্ঘটনার পর সংশ্লিষ্টদের নড়াচড়া শুরু হবে বলে এলাকাবাসী মন্তব্য করছেন।