নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ানের সরস্বতীপুর বাজার বণিক সমিতির সাধারন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট ০৩:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পঠিত হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির সরস্বতীপুর বাজার বণিক সমিতির সাধারন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ আগষ্ট) সকাল ১১ টায় স্হানীয় সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাংবাদিন হায়দার আবু হান্নানের সভাপতিত্বে এবং শামসুজ্জামান লোটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভীমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সৈয়দ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাঁটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আকবর আলী, অত্র সমিতির প্রধান উপদেষ্টা আঃসামাদ মন্ডল,ভীমপুর ইউপি ২নং ওয়ার্ড সদস্য মাহফুজুর রহমান, চেরাগপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব রাশেদ চৌধুরী,সমিতির সাধারণ সম্পাদক কনক কুমার প্রমুখ।
এ সময় অত্র সমিতির সকল সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি সাংবাদিক হায়দার আবু হান্নান খাঁন। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয়। সবশেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারি মাধ্যমে ১০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।