বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করল পুলিশ

- আপডেট ০৬:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৪৮ বার পঠিত হয়েছে
বগুড়া জেলার সোনাতলায় বাঙালি নদী থেকে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর পার্শ্ববর্তী বাঙালি নদী থেকে ভাসমান এই মৃতদেহটি উদ্ধার করা হয়। সোনাতলা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে মৃতদেহটি বাঙালি নদীতে ভাসতে দেখা যায়। নদীতে মৃতদেহটি ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক (৩২) বছর বয়সী যুবকের মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি বেশ কয়েকদিন ধরে পানিতে থাকার কারনে সারা শরীর ফুলে উঠেছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে পরিচয় জানা ও শনাক্তের জন্য চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগের মরদেহ এটি। হত্যা নাকি অন্যকোন কারণ তা তদন্তের জন্য কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।