Dhaka ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল এবারও শতভাগ শিক্ষার্থী পাশ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ০২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৩৮ বার পঠিত হয়েছে

নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এবার এ বিদ্যালয় থেকে ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।

এর মধ্যে ২জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর আগেও কয়েক বছর ধারাবাহিকভাবে এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

এররমধ্যে ২০২৩ সালে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে। এদের মধ্যে ২ জন জিপিএ ৫ পায়।
২০২৪ সালে ৪৩ জন অংশগ্রহণ করে ৪৩ জনই পাশ করে। এদের মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়েছিল। জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯২ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখছে। এখানে কর্মরত শিক্ষকরা বলেন, এ বিদ্যালয়ে শ্রেণি কক্ষের সংকট রয়েছে এবং শিক্ষকের কয়েকটি পদ শুন্য আছে, এ সমস্যাগুলো সমাধান করা হলে আরো ভালো ফলাফল করা সম্ভব হবে। প্রধান শিক্ষক মো: লোকমান হাকীম বলেন,

নিয়মিত ক্লাশ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা ও দুবর্ল শিক্ষার্থীর জন্য অতিরিক্ত কোচিং ক্লাশ নেয়ায় ভালো করা সম্ভব হয়েছে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল এবারও শতভাগ শিক্ষার্থী পাশ

আপডেট ০২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এবার এ বিদ্যালয় থেকে ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।

এর মধ্যে ২জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর আগেও কয়েক বছর ধারাবাহিকভাবে এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

এররমধ্যে ২০২৩ সালে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে। এদের মধ্যে ২ জন জিপিএ ৫ পায়।
২০২৪ সালে ৪৩ জন অংশগ্রহণ করে ৪৩ জনই পাশ করে। এদের মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়েছিল। জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯২ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখছে। এখানে কর্মরত শিক্ষকরা বলেন, এ বিদ্যালয়ে শ্রেণি কক্ষের সংকট রয়েছে এবং শিক্ষকের কয়েকটি পদ শুন্য আছে, এ সমস্যাগুলো সমাধান করা হলে আরো ভালো ফলাফল করা সম্ভব হবে। প্রধান শিক্ষক মো: লোকমান হাকীম বলেন,

নিয়মিত ক্লাশ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা ও দুবর্ল শিক্ষার্থীর জন্য অতিরিক্ত কোচিং ক্লাশ নেয়ায় ভালো করা সম্ভব হয়েছে।