Dhaka ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেসি খেলবেন কি না, জানেন না স্কালোনি

Reporter Name
  • আপডেট ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৩৭ বার পঠিত হয়েছে

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩৭ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানান তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি। এখনো সিদ্ধান্ত নেইনি যে সে শুরু থেকে খেলবে কি না। তার শারীরিক অবস্থা কেমন, সেটা জানা গুরুত্বপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। তবে আগামী বৃহস্পতিবার তারা খেলবে তলানিতে থাকা চিলির বিপক্ষে। এই ম্যাচে মূল খেলোয়াড়দের অনেকেই ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না।

স্কালোনি বলেন, ‘আমরা অনেক খেলোয়াড়কে পাচ্ছি না। তাই যাদের ডাক দিয়েছি, তারা যদি প্রস্তুত থাকে, তাহলে খেলার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমি এখনো শুরুর একাদশ ঠিক করিনি। তবে যাদের আমরা মনে করি প্রস্তুত, তাদের কিছু সময় খেলাবো। ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সেটা মুখ্য নয়। আমরা চাই, এই খেলোয়াড়রা আত্মবিশ্বাস পাক ও দলে মানিয়ে নিতে পারুক।’

স্কালোনি জোর দিয়ে বলেন, দলের মনোভাব আগের মতোই আছে। ভালো খেলার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা।

তার ভাষায়, ‘আমরা খেলতে চাই। নতুনদের দেখতে চাই। যারা ভালো খেলছে, তাদের সুযোগ দিতে চাই। একটা ম্যাচ কখনোই অপাত্রে আসে না। আমরা এমনিতেই বেশি ম্যাচ খেলি না যে বলব এই ম্যাচ খেলতে চাই না। বরং এটা দারুণ একটি ম্যাচ হবে। কিছু কঠিনতা অবশ্যই আছে। তবে আমরা ভালো অবস্থানে আছি।’

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি মনে করি এটা দারুণ হয়েছে। সাম্প্রতিক সময়ে আনচেলত্তি অন্যতম সেরা কোচ। সে ব্রাজিলকে আরও শক্তিশালী করবে।’

তিনি আরও বলেন, ‘আমি তার আচরণ পছন্দ করি, সবকিছুই ভালো লাগে। সে দলে নতুন কিছু যোগ করবে। আমি তাকে শুভকামনা জানাই।’

পোস্টটি শেয়ার করুন

মেসি খেলবেন কি না, জানেন না স্কালোনি

আপডেট ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩৭ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানান তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি। এখনো সিদ্ধান্ত নেইনি যে সে শুরু থেকে খেলবে কি না। তার শারীরিক অবস্থা কেমন, সেটা জানা গুরুত্বপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। তবে আগামী বৃহস্পতিবার তারা খেলবে তলানিতে থাকা চিলির বিপক্ষে। এই ম্যাচে মূল খেলোয়াড়দের অনেকেই ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না।

স্কালোনি বলেন, ‘আমরা অনেক খেলোয়াড়কে পাচ্ছি না। তাই যাদের ডাক দিয়েছি, তারা যদি প্রস্তুত থাকে, তাহলে খেলার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমি এখনো শুরুর একাদশ ঠিক করিনি। তবে যাদের আমরা মনে করি প্রস্তুত, তাদের কিছু সময় খেলাবো। ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সেটা মুখ্য নয়। আমরা চাই, এই খেলোয়াড়রা আত্মবিশ্বাস পাক ও দলে মানিয়ে নিতে পারুক।’

স্কালোনি জোর দিয়ে বলেন, দলের মনোভাব আগের মতোই আছে। ভালো খেলার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা।

তার ভাষায়, ‘আমরা খেলতে চাই। নতুনদের দেখতে চাই। যারা ভালো খেলছে, তাদের সুযোগ দিতে চাই। একটা ম্যাচ কখনোই অপাত্রে আসে না। আমরা এমনিতেই বেশি ম্যাচ খেলি না যে বলব এই ম্যাচ খেলতে চাই না। বরং এটা দারুণ একটি ম্যাচ হবে। কিছু কঠিনতা অবশ্যই আছে। তবে আমরা ভালো অবস্থানে আছি।’

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি মনে করি এটা দারুণ হয়েছে। সাম্প্রতিক সময়ে আনচেলত্তি অন্যতম সেরা কোচ। সে ব্রাজিলকে আরও শক্তিশালী করবে।’

তিনি আরও বলেন, ‘আমি তার আচরণ পছন্দ করি, সবকিছুই ভালো লাগে। সে দলে নতুন কিছু যোগ করবে। আমি তাকে শুভকামনা জানাই।’