Dhaka ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চোখ ধাঁধানো বেতনে সৌদি ক্লাবে ইনজাঘি

Reporter Name
  • আপডেট ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৩৩ বার পঠিত হয়েছে

চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনাল পথচ্যুতি করেছে সিমোন ইনজাঘির। পিএসজির কাছে বড় হারের কষ্টে ইন্টার মিলান তো বটে ইউরোপই ছেড়ে দিলেন। ইতালিয়ান কোচের নতুন ঠিকানা মধ্যপ্রাচ্য। সৌদি প্রো লিগের আল হিলালে নাম লিখিয়েছেন ইনজাঘি।

ইউরোপের মিডিয়ার খবর, প্রতি মৌসুমের জন্য ইনজাঘির বেতন ধরা হয়েছে ২০ মিলিয়ন ইউরোর বেশি! হিলালের সঙ্গে তার চুক্তি দুই বছরের। ক্লাব বিশ্বকাপে তার প্রথম অ্যাসাইনমেন্ট।

২০২১ সালে ইন্টারে যোগ দিয়েছিলেন ইনজাঘি। তার অধীনে ক্লাবটি একটি স্কুদেত্তো (সিরি আ শিরোপা) জিতেছে। এছাড়াও ছুঁয়ে দেখেছে দুটি কোপা ইতালিয়া এবং তিনটি সুপারকোপা ইতালিয়া। এছাড়া তার অধীনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছে দলটি।

তবে ২০২২-২৩ মৌসুমে প্রথমবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারে ইন্টার। আর চলতি মৌসুমে তো পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি দলটি। এছাড়া সদ্য সমাপ্ত মৌসুমে নাপোলির কাছে এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। এরপর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খোয়াতে হয় পিএসজির কাছে।

ইতালিয়ান কোচের এবার সৌদিতে কৌশল দেখানোর পালা। খুব দ্রুতই হিলালের ক্যাম্পে যোগ দেবেন ইনজাঘি।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

চোখ ধাঁধানো বেতনে সৌদি ক্লাবে ইনজাঘি

আপডেট ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনাল পথচ্যুতি করেছে সিমোন ইনজাঘির। পিএসজির কাছে বড় হারের কষ্টে ইন্টার মিলান তো বটে ইউরোপই ছেড়ে দিলেন। ইতালিয়ান কোচের নতুন ঠিকানা মধ্যপ্রাচ্য। সৌদি প্রো লিগের আল হিলালে নাম লিখিয়েছেন ইনজাঘি।

ইউরোপের মিডিয়ার খবর, প্রতি মৌসুমের জন্য ইনজাঘির বেতন ধরা হয়েছে ২০ মিলিয়ন ইউরোর বেশি! হিলালের সঙ্গে তার চুক্তি দুই বছরের। ক্লাব বিশ্বকাপে তার প্রথম অ্যাসাইনমেন্ট।

২০২১ সালে ইন্টারে যোগ দিয়েছিলেন ইনজাঘি। তার অধীনে ক্লাবটি একটি স্কুদেত্তো (সিরি আ শিরোপা) জিতেছে। এছাড়াও ছুঁয়ে দেখেছে দুটি কোপা ইতালিয়া এবং তিনটি সুপারকোপা ইতালিয়া। এছাড়া তার অধীনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছে দলটি।

তবে ২০২২-২৩ মৌসুমে প্রথমবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারে ইন্টার। আর চলতি মৌসুমে তো পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি দলটি। এছাড়া সদ্য সমাপ্ত মৌসুমে নাপোলির কাছে এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। এরপর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খোয়াতে হয় পিএসজির কাছে।

ইতালিয়ান কোচের এবার সৌদিতে কৌশল দেখানোর পালা। খুব দ্রুতই হিলালের ক্যাম্পে যোগ দেবেন ইনজাঘি।