Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ৪ আসনে নির্বাচনী জামায়াতের গণসংযোগ শুরু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ২৭ বার পঠিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ আসনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঘাটকৈর জীবন কুণ্ডুর ইটভাটা এলাকা থেকে আন্ষ্ঠুানিকভাবে এই প্রচারণা শুরু করা হয়।

প্রচারণা শুরু আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, মান্দাবাসী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। আমরা এর অবসান ঘটিয়ে কার্যকর ও জনবান্ধব নেতৃত্ব উপহার দিতে চাই।

এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে দলটির প্রাথমিক মনোনয়ন পাওয়া মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি মাছির উদ্দিন ও ইলিয়াস খান, পরানপুর ইউনিয়নের আমীর মাও. মাছির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করে।

উল্লেখ্য, নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য খন্দকার আব্দুর রাকিবকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে মাঠে নামায় এই গণসংযোগ নির্বাচনী এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ৪ আসনে নির্বাচনী জামায়াতের গণসংযোগ শুরু

আপডেট ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ আসনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঘাটকৈর জীবন কুণ্ডুর ইটভাটা এলাকা থেকে আন্ষ্ঠুানিকভাবে এই প্রচারণা শুরু করা হয়।

প্রচারণা শুরু আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, মান্দাবাসী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। আমরা এর অবসান ঘটিয়ে কার্যকর ও জনবান্ধব নেতৃত্ব উপহার দিতে চাই।

এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে দলটির প্রাথমিক মনোনয়ন পাওয়া মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি মাছির উদ্দিন ও ইলিয়াস খান, পরানপুর ইউনিয়নের আমীর মাও. মাছির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করে।

উল্লেখ্য, নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য খন্দকার আব্দুর রাকিবকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে মাঠে নামায় এই গণসংযোগ নির্বাচনী এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।