গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে এক নারী সহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মাদক উদ্ধার

- আপডেট ০৮:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৬০ বার পঠিত হয়েছে
বগুড়ার গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে। রোববার ৬ জুলাই দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দূর্গাহাটা গাবতলী তার বসতবাড়ি থেকে ৮০০গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা, এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়,তার স্ত্রী হামিদা বেগম (৩৫) কে একই বাড়ি থেকে গ্রেফতার করা হয়, এছাড়াও গ্রেফতার করা হয়েছে শান্ত মিয়া (২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম- সারোটিয়া পশ্চিমপাড়া। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোঃ সবুজ মিয়া এবং তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। অভিযানে তাদের কাছে পাওয়া আলামত তা প্রমাণ করে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই জাহিদ, কনস্টেবল আহসান হাবিব, নারী কনস্টেবল রূপাসহ সঙ্গীয় ফোর্স।
এই অভিযানের মাধ্যমে গাবতলীতে মাদক নির্মূল অভিযানে নতুন গতি সঞ্চার হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।