সর্বশেষ
ঈদের ছুটিতে অর্থনীতি চালু থাকবে: সালেহউদ্দিন

Reporter Name
- আপডেট ০৭:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৫৩ বার পঠিত হয়েছে
পবিত্র ঈদুল আজহার ছুটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘স্থবিরতার কোনো সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে চলবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে কোন দিন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে, এমনকি কুরবানির পশুর হাট কিভাবে চলবে।’
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রথমে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মোট ছয় দিন ঈদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।পরে নির্বাহী আদেশের মাধ্যমে ১১ ও ১২ জুন যোগ করা হয় এবং ১৩-১৪ জুন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। মোট ৫-১৪ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা ১০ দিনের ছুটি পাচ্ছেন।
দীর্ঘ ছুটির কথা উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, অন্যান্য দেশে আরও দীর্ঘ ছুটি থাকে।
তিনি আরও বলেন, ‘উদাহরণস্বরূপ বড়দিনের ছুটি ২০ থেকে ২৫ দিন পর্যন্ত বিস্তৃত। নেপালে দুর্গাপূজার জন্য ৩০ দিনের ছুটি থাকে। তাই দেশ চলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যেই বাজেট পেশ করেছে এবং বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।তিনি আরও উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মতামত এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে।
তিনি বলেন, বাজেটের ওপর মতামত ১৯ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে। বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক ২২ জুন অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত