ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু

- আপডেট ০১:১৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৪৯ বার পঠিত হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল (১২) নামের এক ৮মশ্রেণীর স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ০৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ফুলপুরের পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নাবিল(১২)। সে খালসাইদকোনা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে খনাবিল কালীবাড়ি এলাকার একটি রাইসমিলের পাশে করইগাছে উঠে পাখির বাসা থেকে বাচ্চা ধরার জন্য গাছে উঠেছিল। গাছটির ডাল পাশেই ৩৩ হাজার ভোল্টেজের পল্লীবিদ্যুতের তারের খুব কাছাকাছি চলে যাওয়ায় সে তারের সংস্পর্শে এসে যাওয়া তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।