সর্বশেষ
খান জাহান আলী (র.) মাজারে ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু যাতায়াতে রাস্তার সংস্কারের দাবি

জেনিভা প্রিয়ানা
- আপডেট ০১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৬৪ বার পঠিত হয়েছে
বাগেরহাট জেলার সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের অন্তর্গত বিশ্ববিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, হযরত খাঞ্জাহান আলী (রহ.)-এর মাজার শরীফে দেশ-বিদেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন। এ বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের সুবিধার্থে রাস্তা মেরামত ও সংস্কারের দাবি উঠেছে।
এই প্রেক্ষাপটে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দর্শনার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত