দুপচাঁচিয়ায় পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষরোপণ চারা বিতরণ

- আপডেট ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৮৫ বার পঠিত হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষ রোপনের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩০শে জুন সোমবার সিও অফিস বাসস্ট্যান্ডে পৌর মৎস্যজীবী দলের সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান ভুট্টু, সাধারণ সম্পাদক মাহফুজ খান, সাংগঠনিক রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা মোবাইদুন্নবী তিতাস, রাবু খান, হুমায়ুন কবির, ইদ্রিস আলী খান, ওবায়দুল হক, জুয়েল হোসেন, সানি, সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।