কালাই পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন

- আপডেট ০৮:৩৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১১৯ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলাধীন কালাই পৌরসভার আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন ৩০ জুন, সোমবার সকাল ১০ টায় কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অর্থ বছরের বাজেটের উপরে উন্মুক্ত আলোচনা করে বক্তব্য দেন কালাই পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে (টিএলসিসি) পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম, কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা আহমেদ, মোঃ আনিছুর রহমান তালুকদার, হুমায়ূন আহমেদ তালুকদার, হেলাল উদ্দীন, মৌদুদ আহমেদ, সাংবাদিক লুৎফর রহমান, আরজেলা বেগম, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ সিরাজুল ইসলাম, কালাই বিএম কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, পৌর আমির আব্দুল হান্নান প্রমুখ। এসময় উক্ত কমিটির সদস্য ও কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।