সর্বশেষ
কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

খায়রুল ইসলাম--জয়পুরহাট প্রতিনিধিঃ
- আপডেট ০৭:৩৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ২১৪ বার পঠিত হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের পুনট পাঁচপাইকা পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল মাষ্টারের পত্র জুয়েল তার আপন ভগ্নিপতি আশরাফুল কে ছুরিকাঘাত করলে ভগ্নিপতি নিহত হন। প্রকাশ ৩০ জুন সকাল সাড়েআটটায় নিজ বাড়ী পাচপাইকাতে জুয়েল তার আপন ভগ্নিপতিকে ছুরিকাহত করলে গুরুতর হলে হাসপাতালে নেওয়ার পথেই অাশরাফুল মারা যান। এলাকাবাসীর ঘাতক জুয়েল কে আটক করে কালাই থানা পুলিশে সোপর্দ করেছে।
সম্পর্কিত