কালাইয়ে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও সড়ক অবরোধ

- আপডেট ০১:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১০৩ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলার কালাইয়ে চলতি মৌসুমে হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৯ জুন, রবিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত জয়পুরহাট-বগুড়া সি.এন্ড.বি রোডের কালাই আর বি কোল্ডস্টোরের সামনে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছেন আলুচাষীরা।
কৃষক ও ব্যবসায়ীমহলের মন্তব্য, সরকারের শক্ত নজরদারি এবং দ্রুত নীতিসহায়তা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। গত বছর আলু সংরক্ষণের ভাড়া প্রতি বস্তা ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা। এবার প্রতি বস্তা মূল্য ৪২০ থেকে ৪৩০ টাকা নির্ধারণ করেছে।
সড়াল গ্রামের কৃষক আনোয়ার বলেন, ‘আমাদের চলতি মৌসুমে ৩৫০ টাকা ভাড়ার কথা ছিল। এখন হঠাৎ ৮০ টাকা বেশি চাওয়া হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আঁওড়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘প্রশাসন বলেছিল ৩৫০ টাকাই ভাড়া হবে। এখন যা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায়। তাই আমরা আলুর ভাড়া কমানোর জন্য জোর দাবি কামনা করছি।’
কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার ও কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার কৃষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান জানান, ‘আমরা কৃষকদের স্বার্থে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আলুর ভাড়া বৃদ্ধি না করার জন্য স্থানীয় হিমাগার কর্তৃপক্ষকে নিয়ে বসেছিলাম। তারা আশ্বস্ত করেছিলেন অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য।’ পরে অবরোধ চলাকালীন অবস্থায় সেখানেই তিনি কৃষক ও হিমাগারের মালিক কর্তৃপক্ষকে নিয়ে সমঝোতা করেন এবং হিমাগার কর্তৃপক্ষ ভাড়া আর বৃদ্ধি করবেন না বলে আশ্বস্ত করেন কৃষকদের।