বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক, মাদক উদ্ধার

- আপডেট ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৬৯ বার পঠিত হয়েছে
বগুড়া শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ রাসেল আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত শনিবার ২৮শে জুন রাত আনুমানিক ৮ ঘটিকায় শাহজাহানপুর থানার অন্তর্গত কাটাবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামস্হ মোঃ আবুল খায়ের এর কাঁচামাল বিক্রয়ের ঘরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ আজিম উদ্দিন (৩৮), পিতা মোঃ চাঁন মিয়া, সাং কাটাবাড়িয়া দক্ষিণপাড়া, থানা- শাহজাহানপুর কে আটক করে। এ সময় পুলিশ তার হেফাজত হইতে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে। ওই রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মোঃ আজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শাহজাহানপুর থানা পুলিশ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আজিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার ২৯ শে জুন বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।