Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপাল ও মোংলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব

জেভিনা প্রিয়ানা
  • আপডেট ০৮:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৭০ বার পঠিত হয়েছে

বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন এবং মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রামপালের হুড়কা ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ টেনে বের করেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। শতবর্ষের ঐতিহ্যবাহী এই রথযাত্রার উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক পুষ্পজিত মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিশির মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে পাশের মোংলা পৌর এলাকায় রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির ও আশ্রমে ধর্মীয় শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও ভক্তি সংগীতের আয়োজন করা হয়। মোংলার নাংলা শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বনবাজার, আর.আর.এফ ঘাট এলাকা, দিগরাজ ও ফুলতলার রথ মেলা প্রাঙ্গণে হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসব উদযাপন করা হয়।

ভক্তরা জানান, রথযাত্রা উৎসব কেবল পার্থিব চাহিদা নয়; এটি হচ্ছে ভক্তি, ধর্মীয় চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর রামপাল ও মোংলা এলাকায় এই উৎসব ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যেখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও সম্প্রীতির বন্ধনে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এবারের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। উৎসবকে কেন্দ্র করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে নজরদারি। স্থানীয়রা বলছেন, এই উৎসব শুধু ধর্মীয় নয় — এটি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বাগেরহাটের রামপাল ও মোংলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব

আপডেট ০৮:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন এবং মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রামপালের হুড়কা ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ টেনে বের করেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। শতবর্ষের ঐতিহ্যবাহী এই রথযাত্রার উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক পুষ্পজিত মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিশির মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে পাশের মোংলা পৌর এলাকায় রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির ও আশ্রমে ধর্মীয় শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও ভক্তি সংগীতের আয়োজন করা হয়। মোংলার নাংলা শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বনবাজার, আর.আর.এফ ঘাট এলাকা, দিগরাজ ও ফুলতলার রথ মেলা প্রাঙ্গণে হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসব উদযাপন করা হয়।

ভক্তরা জানান, রথযাত্রা উৎসব কেবল পার্থিব চাহিদা নয়; এটি হচ্ছে ভক্তি, ধর্মীয় চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর রামপাল ও মোংলা এলাকায় এই উৎসব ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যেখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও সম্প্রীতির বন্ধনে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এবারের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। উৎসবকে কেন্দ্র করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে নজরদারি। স্থানীয়রা বলছেন, এই উৎসব শুধু ধর্মীয় নয় — এটি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত।