সর্বশেষ
৬ শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

Reporter Name
- আপডেট ০৪:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ৩৪ বার পঠিত হয়েছে
চট্টগ্রামে ছয় শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলায় নাজিম উদ্দিন (৪১) নামের এক মাদরাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৪ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই রায়ে আদালত তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেন।
নাজিম উদ্দিন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে মক্কা হোটেলের পাশের গলির রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক ও শিক্ষক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধুরং গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।