স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভা বর্জন করলো জামায়াত

- আপডেট ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৩৬ বার পঠিত হয়েছে
বাগেরহাটে ২৫০শয্যা জেলা হাসপাতালের নতুন অপারেশন থিয়েটার ও কমপ্লেক্স উদ্বোধন ও স্বাস্থ্য সেবা কমিউনিটির সম্পৃক্ততা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, কেন্দ্রিয় বিএনপির গবেশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, প্রবাসী বিএনপি নেতা রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব মো: মশিউর রহমান ও মো: ফরিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক এসএম সাদ্দাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
মত বিনিময় সভার শুরুতেই জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: রেজাউল করিমের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি সভাস্থল ত্যাগ করেন। পরে জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাড, শেখ আব্দুল ওয়াদুদ গনমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালে স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভায় রাজনৈতিক দল হিসেবে আমাদের আমন্ত্রন জানানো হয়েছিল। বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও: রেজাউল করিমসহ নেতৃবৃন্দ মত বিনিময় সভাস্থলে আসার পরে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি সে কারনে প্রতিনিধি দলটি আনুষ্ঠানিক ভাবে উক্ত মতবিনিময় সভাটি বর্জন করেছেন। একই বিষয়ে পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান গনমাধ্যম কর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় নিন্দা জানিয়েছেন । এবিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার বলেন, আমি আত্নরিক ভাবে দু:খিত কেউ মনে কষ্ট পেলে আমি ক্ষমাপ্রার্থী