সুন্দরবনে হরিণ শিকারের সময় দুলাল শিকারীকে ৩০০ ফাঁদ সহ গ্রেফতার

- আপডেট ১২:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৫১ বার পঠিত হয়েছে
সোমবার (৩০ জুন) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার সুখপাড়া খাল সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই শিকারি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় ওই বনাঞ্চলে পেতে রাখা হরিণ শিকারের ৩০০ মালা ফাঁদ ও আটক শিকারির কাছে থাকা ১টি ছুরি, ১টি করাত, ১০০ ফুট প্লাস্টিকের রশিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বৃষ্টির মাঝে কাদাপানি উপেক্ষা করে বনের মাঝে পায়ে হেঁটে টহল কালে শরণখোলা স্মার্ট পেট্রোলিং দল সুখপাড়া খাল সংলগ্ন বনাঞ্চল থেকে ওই ব্যক্তিকে আটক করে। সেখানে ফাঁদ পাততে আসা আরও দুজন এ সময় বনের মধ্যে পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।