Dhaka ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

CINN ও এসটিভিনিউজে খবর প্রচার হওয়ায় কমিরুলের চিকিৎসার দায়িত্ব নিলো নয়ন

মাগুরা প্রতিনিধি:-
  • আপডেট ০২:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১৫৫ বার পঠিত হয়েছে

মাগুরায় বাঁশ কাটার কাজে সহযোগিতা করার কথা বলে ডেকে নিয়ে কমিরুল(৩২)নামে এক যুবককে শ্বাসরোধের পর মাটি চাপা দেওয়া হয়।

গত ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউপির ঢ়াড়ীখালী গ্রামের আকুব্বারের ছেলে আব্দুল্লাহ পার্শ্ববর্তী বিনোদপুর ইউপির নারায়নপুর গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে কমিরুলকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করতে কোদাল দিয়ে কানের ওপর মাথায় আঘাত করা হয়।মৃত ভেবে বাঁশ বাগানের মধ্যেই গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।বিষয়টি ভাগ্যক্রমে ঘাস কাটতে আসা ইব্রাহিম শেখ নামে একটি শিশু দেখতে পেয়ে,লোকজনকে খবর দিলে তারা মাটির ভেতর থেকে ঐ যুবককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে অলৌকিক ভাবে বেঁচে যায় কমিরুল নামের ঐ রাজমিস্ত্রী। আর এ বিষয়টি নিয়ে ঘটনার পরের দিন,২০ জুন (cinn)সি আই এন এন এবং স্থানীয় এস টিভি নিউজ অনলাইনে”মাগুরায় অলৌকিক ভাবে বেঁচে গেল মাটি চাপা দেওয়া যুবক”এই শিরোনামে সর্বপ্রথম একটি নিউজ করেন ওবায়দুর রহমান নামে এক সাংবাদিক। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের দৃষ্টি গোচর হলে,ঐ যুবকের চিকিৎসা সকল দায়িত্ব নেন তিনি।জানাগেছে কমিরুলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।কমিরুল জানিয়েছেন জমি বিক্রির জন্য বায়না নেওয়া একলক্ষ টাকা নেওয়ার জন্য আব্দুল্লাহ এ ঘটনা ঘটিয়েছে,এবং তার কাছে থাকা টাকাও সে নিয়ে গেছে,তাছাড়া তার সাথে পূর্বের কোন শত্রুতা নেই। সর্বশেষ এ ঘটনায় কমিরুলের বড় ভাই জমিরুল বাদী হয়ে মহম্মদপুর থানায় আব্দুল্লাহসহ ৬জনের নাম উল্লেখ করে,অজ্ঞাত অনেকে দিয়ে একটি মামলা করেছেন।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রহমান বলেন,ঐ ঘটনার পর থেকেই আব্দুল্লাহ পলাতক রয়েছে,তাকে ধরার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

CINN ও এসটিভিনিউজে খবর প্রচার হওয়ায় কমিরুলের চিকিৎসার দায়িত্ব নিলো নয়ন

আপডেট ০২:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

মাগুরায় বাঁশ কাটার কাজে সহযোগিতা করার কথা বলে ডেকে নিয়ে কমিরুল(৩২)নামে এক যুবককে শ্বাসরোধের পর মাটি চাপা দেওয়া হয়।

গত ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউপির ঢ়াড়ীখালী গ্রামের আকুব্বারের ছেলে আব্দুল্লাহ পার্শ্ববর্তী বিনোদপুর ইউপির নারায়নপুর গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে কমিরুলকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করতে কোদাল দিয়ে কানের ওপর মাথায় আঘাত করা হয়।মৃত ভেবে বাঁশ বাগানের মধ্যেই গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।বিষয়টি ভাগ্যক্রমে ঘাস কাটতে আসা ইব্রাহিম শেখ নামে একটি শিশু দেখতে পেয়ে,লোকজনকে খবর দিলে তারা মাটির ভেতর থেকে ঐ যুবককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে অলৌকিক ভাবে বেঁচে যায় কমিরুল নামের ঐ রাজমিস্ত্রী। আর এ বিষয়টি নিয়ে ঘটনার পরের দিন,২০ জুন (cinn)সি আই এন এন এবং স্থানীয় এস টিভি নিউজ অনলাইনে”মাগুরায় অলৌকিক ভাবে বেঁচে গেল মাটি চাপা দেওয়া যুবক”এই শিরোনামে সর্বপ্রথম একটি নিউজ করেন ওবায়দুর রহমান নামে এক সাংবাদিক। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের দৃষ্টি গোচর হলে,ঐ যুবকের চিকিৎসা সকল দায়িত্ব নেন তিনি।জানাগেছে কমিরুলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।কমিরুল জানিয়েছেন জমি বিক্রির জন্য বায়না নেওয়া একলক্ষ টাকা নেওয়ার জন্য আব্দুল্লাহ এ ঘটনা ঘটিয়েছে,এবং তার কাছে থাকা টাকাও সে নিয়ে গেছে,তাছাড়া তার সাথে পূর্বের কোন শত্রুতা নেই। সর্বশেষ এ ঘটনায় কমিরুলের বড় ভাই জমিরুল বাদী হয়ে মহম্মদপুর থানায় আব্দুল্লাহসহ ৬জনের নাম উল্লেখ করে,অজ্ঞাত অনেকে দিয়ে একটি মামলা করেছেন।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রহমান বলেন,ঐ ঘটনার পর থেকেই আব্দুল্লাহ পলাতক রয়েছে,তাকে ধরার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।