Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৬০ বার পঠিত হয়েছে

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ধর্ষণচেষ্টা মামলায় মোঃ আব্দুল কাদের ফকির (৫৬), কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিনা মন্ডলপাড়া মৃত- জসীম উদ্দীনের ছেলে।
থানা পুলিশ জানায়, গত শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলার এজাহার অনুযায়ী, তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়। মামলার নম্বর-০২, তারিখ-২/০৮/২০২৫; জিআর নম্বর-৯৮/২০২৫। এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ আব্দুল কাদের ফকিরকে আটক করে শনিবার সকালে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তৎপরতায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক

আপডেট ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ধর্ষণচেষ্টা মামলায় মোঃ আব্দুল কাদের ফকির (৫৬), কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিনা মন্ডলপাড়া মৃত- জসীম উদ্দীনের ছেলে।
থানা পুলিশ জানায়, গত শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলার এজাহার অনুযায়ী, তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়। মামলার নম্বর-০২, তারিখ-২/০৮/২০২৫; জিআর নম্বর-৯৮/২০২৫। এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ আব্দুল কাদের ফকিরকে আটক করে শনিবার সকালে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তৎপরতায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।