Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সামান্য বৃষ্টি হলেই শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা ও মাঠে হাঁটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট ০৮:৪২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৬১ বার পঠিত হয়েছে

বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র আঙ্গিনায় নয় যেন বড় কোন জলাশয় চিত্র। এটি যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চিত্র দেখে বোঝার কোন উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানির নিচে ডুবে যায় এই ডিগ্রি মাদ্রাসা’র শ্রেণীকক্ষ, একমাত্র যাতায়াতের পথ ও খেলার মাঠটি। এ কারণে মাদ্রাসা চলাকালে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বুধবার (০৯ জুলাই ) সরেজমিনে গেলে এমনই অবস্থা দেখা যায়  রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে, মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মাদ্রাসা নদীর পাশে হওয়ায়  মাঠটি নীচু এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ ও মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা জলমগ্ন হয়ে থাকে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ভেজে যায় বই খাতা। যে কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসেন না।

এ ছাড়া মাঠে জমে থাকা কাঁদাপানির কারণে শিক্ষার্থীরা সমাবেশ করতে  পারে না। এতে করে মাদ্রাসা’র শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র যাতায়াতের রাস্তা ও মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার মদিনা, তাহাসিন আক্তার একই শ্রেণির শিক্ষার্থী ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা ও মাঠে পানি থাকার কারণে আমাদের টিফিন টাইমে খেলাধুলা করতে ও মাদ্রাসা আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। মাদ্রাসায় এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা। তাই তাদের মাঠ ও একমাত্র যাতায়াতের পথ দ্রুত সংস্কার করার দাবি জানায় তারা।

স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রতি বছরই বৃষ্টির কারনে মাদ্রাসায় যাতায়াতের পথ ও মাঠ পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি

মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, এই মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে রাস্তা সংস্কার ও মাঠে  ড্রেনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করার দাবি  জানান।

এ বিষয়ে  জানতে চাইলে রামপাল, উপজেলা নির্বাহী অফিসার, মিজ তামান্না ফেরদৌসী জেসমিন  জানান, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে এ উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান একই অবস্থা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই বিষয় কোন কিছু অবহিত করেন নাই তাকে।  লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

সামান্য বৃষ্টি হলেই শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা ও মাঠে হাঁটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট ০৮:৪২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র আঙ্গিনায় নয় যেন বড় কোন জলাশয় চিত্র। এটি যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চিত্র দেখে বোঝার কোন উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানির নিচে ডুবে যায় এই ডিগ্রি মাদ্রাসা’র শ্রেণীকক্ষ, একমাত্র যাতায়াতের পথ ও খেলার মাঠটি। এ কারণে মাদ্রাসা চলাকালে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বুধবার (০৯ জুলাই ) সরেজমিনে গেলে এমনই অবস্থা দেখা যায়  রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে, মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মাদ্রাসা নদীর পাশে হওয়ায়  মাঠটি নীচু এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ ও মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা জলমগ্ন হয়ে থাকে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ভেজে যায় বই খাতা। যে কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসেন না।

এ ছাড়া মাঠে জমে থাকা কাঁদাপানির কারণে শিক্ষার্থীরা সমাবেশ করতে  পারে না। এতে করে মাদ্রাসা’র শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র যাতায়াতের রাস্তা ও মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার মদিনা, তাহাসিন আক্তার একই শ্রেণির শিক্ষার্থী ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা ও মাঠে পানি থাকার কারণে আমাদের টিফিন টাইমে খেলাধুলা করতে ও মাদ্রাসা আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। মাদ্রাসায় এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা। তাই তাদের মাঠ ও একমাত্র যাতায়াতের পথ দ্রুত সংস্কার করার দাবি জানায় তারা।

স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রতি বছরই বৃষ্টির কারনে মাদ্রাসায় যাতায়াতের পথ ও মাঠ পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি

মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, এই মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে রাস্তা সংস্কার ও মাঠে  ড্রেনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করার দাবি  জানান।

এ বিষয়ে  জানতে চাইলে রামপাল, উপজেলা নির্বাহী অফিসার, মিজ তামান্না ফেরদৌসী জেসমিন  জানান, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে এ উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান একই অবস্থা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই বিষয় কোন কিছু অবহিত করেন নাই তাকে।  লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।