সরিষাবাড়ীতে পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আল আমিন হাসান ,

- আপডেট ০২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৪৩ বার পঠিত হয়েছে
জামালপুর সরিষাবাড়ীতে পৌর-বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ১৬ বছর পর সরিষাবাড়ী উপজেলার আর, ডি, এম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী পৌর বিএনপি’র আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় সরিষাবাড়ী পৌর-বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল বারেক এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ ওয়ারেস আলী মামুন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সহ-প্রচার সম্পাদক মোঃ শিপার মেহেদী ফেরদৌস সহ পৌর ও উপজেলার দলীয় অঙ্গ ও সহোযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের কারণে আমরা সরিষাবাড়ীতে সম্মেলন করতে পারিনি। তারা আমাদের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা করে নানা অত্যাচার- নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে নেতা-কর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে। আশা করি, গণতান্ত্রিক পদ্ধতিতেই এই সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
পরে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে ৬৩৯ জন ভোটারের ভোটের মাধ্যমে পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। নিউজ লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল ।