সরকারি ফান্ডে যাকাত আয়কর মুক্ত, সরকারি ব্যবস্থাপনায় হজ নিরাপদ হজ: সাজেদুর

- আপডেট ০৭:০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২১৯ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ০৯ জুলাই, বুধবার সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ শাহজাহান আলী মোল্লার সঞ্চালনায় ও ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প’ এর ‘সরকারি ফান্ডে যাকাত আয়কর মুক্ত, সরকারি ব্যবস্থাপনায় হজ নিরাপদ হজ’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ সাজেদুর রহমান। সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের উপরে প্রধান অতিথি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘কেউ যদি সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করেন তাহলে তাঁর ঐ পরিমাণ কর মৌকুফ হবে।’ এছাড়া তিনি সরকারিভাবে হজে যাওয়ার উপরে বিশদ আলোচনা করেন এবং এটির উপরেও গুরুত্বারোপ করেন। সমন্বয় সভাটি কালাইয়ের মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদের জাতির উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে শেষ হয়। এসময় উক্ত সভায় জয়পুরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মোত্তাকিনুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের মাস্টার ট্রেইনার মোঃ আবুল ফাতাহসহ কালাই উপজেলার ঐ প্রকল্পের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।