শিবগঞ্জে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ৪ জন আটক

- আপডেট ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৬২ বার পঠিত হয়েছে
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ চারজনকে আটক করেছ। গতকাল বুধবার ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলা সদরের শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার মোঃ আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয়রা বলেছে, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহীনুজ্জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটকৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেছে। এমন খবরের ভিত্তিতে ওখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে।