শান্তিপূর্ণভাবে উদযাপিত হল বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা

- আপডেট ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ৩০৭ বার পঠিত হয়েছে
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা গতকল শনিবার (৭ জুন) দেশজুড়ে ধর্মীয় ভাবগম্ভীর্যতা, নামাজ এবং কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। বড় বড় জামাতে ছিল উপচে পড়া ভিড়, যা এই ধর্মীয় উৎসবের ঐক্য ও আনুগত্যের চেতনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর বালুকাপাড়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া রাজশাহীর খতিব ও গাজী গার্ডেন সিটি মসজিদ বগুড়া সদরের হাফেজ মুফতী মাওলানা মোঃ এমদাদুল্লাহ্ নিজামী মহদ্দেস।
নামাজ শুরুর আগেই মুসল্লিদের ঢল নামে মূল ফটকের সামনে। সকাল থেকেই হাজারো মানুষ ঈদের জামাতে অংশ নিতে ভিড় জমায়। নামাজ শেষে ইমাম খুতবা দেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এই জামাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
ঈদের দিন দেশজুড়ে পশু কোরবানি, আত্মীয়-স্বজনের সঙ্গে মিলনমেলা এবং গরিব-দুঃখীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়— যা ঈদুল আজহার মূল চেতনাকে ধারণ করে। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ঈদের জামাতের পর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়। ফলে পশু কোরবানিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। অবশ্য আবহাওয়া অধিদপ্তর আগেই এ বিষয়ে সতর্ক করেছে, যাতে বৈরি আবহাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন দেশবাসী।