Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন আলভারেজ

Reporter Name
  • আপডেট ০৪:১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / ৩৯ বার পঠিত হয়েছে

চিলি ০ : ১ আর্জেন্টিনা

সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে এখন বেশ নির্ভার আর্জেন্টিনা। ফল নিয়ে চাপ না থাকায় দলটি এখন বেঞ্চের শক্তি পরীক্ষা এবং তরুণদের বাজিয়ে দেখার ওপরই বিশেষ জোর দিচ্ছে। আজ চিলির বিপক্ষে ম্যাচটাকেও পরীক্ষা-নিরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজদের বেঞ্চে রেখে তিনি একাদশ সাজান থিয়াগো আলমাদা-নিকো পাজদের নিয়ে। এমনকি ম্যাচের শেষ দিকে স্কালোনি মাঠে নামান ১৭ বছর বয়সী অভিষিক্ত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও।

এই পরীক্ষায় অবশ্য শেষ পর্যন্ত উতরে গেছেন আর্জেন্টিনার তরুণ তুর্কিরা। বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে একমাত্র গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ। এই জয়ে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল আর্জেন্টিনা।

গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তবে আজকের ম্যাচ দিয়ে আবার আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরেছেন তিনি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে ৩৩ মিনিট খেলেছেন মেসি। এর মধ্যে ২টি শট নেওয়ার পাশাপাশি কিছু ঝলকও দেখিয়েছেন। যদিও শেষ পর্যন্ত কোনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

বদলি হিসেবে মাঠে নামেন মেসি
বদলি হিসেবে মাঠে নামেন মেসি – রয়টার্স

আজ শুক্রবার চিলির মাঠ হুলিও মার্তিনেজে প্রথম কয়েক মিনিট সতর্ক হয়ে খেলতে দেখা যায় আর্জেন্টিনাকে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টায় দ্রুত আক্রমণে যায় চিলি। যদিও সাফল্য পায়নি তারা। সময় গড়ানোর সঙ্গে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। বলের দখল রেখে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তেমনই এক সুযোগ থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

১৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগিয়ে গিয়ে থ্রু পাস দেন থিয়াগো আলমাদা। এরপর বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ছন্দে থাকা আলভারেজ।

বিরতির পর ৫৭ মিনিটে নিকো পাজের বদলে মাঠে নামেন লিওনেল মেসি। এ সময় চিলিও মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। সমতা ফেরানোর লক্ষ্যে বেশ কিছু আক্রমণও তৈরি করে তারা। যদিও শেষ মুহূর্তে গিয়ে বারবার নিরাশ হতে হয়েছে তাদের।

একইভাবে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ এসেছিল আর্জেন্টিনার জন্যও। তবে ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। তাতে অবশ্য বাছাইপর্বের ১১তম জয় নিয়ে মাঠ ছাড়তে আর্জেন্টিনার কোনো অসুবিধা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন আলভারেজ

আপডেট ০৪:১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

চিলি ০ : ১ আর্জেন্টিনা

সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে এখন বেশ নির্ভার আর্জেন্টিনা। ফল নিয়ে চাপ না থাকায় দলটি এখন বেঞ্চের শক্তি পরীক্ষা এবং তরুণদের বাজিয়ে দেখার ওপরই বিশেষ জোর দিচ্ছে। আজ চিলির বিপক্ষে ম্যাচটাকেও পরীক্ষা-নিরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজদের বেঞ্চে রেখে তিনি একাদশ সাজান থিয়াগো আলমাদা-নিকো পাজদের নিয়ে। এমনকি ম্যাচের শেষ দিকে স্কালোনি মাঠে নামান ১৭ বছর বয়সী অভিষিক্ত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও।

এই পরীক্ষায় অবশ্য শেষ পর্যন্ত উতরে গেছেন আর্জেন্টিনার তরুণ তুর্কিরা। বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে একমাত্র গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ। এই জয়ে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল আর্জেন্টিনা।

গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তবে আজকের ম্যাচ দিয়ে আবার আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরেছেন তিনি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে ৩৩ মিনিট খেলেছেন মেসি। এর মধ্যে ২টি শট নেওয়ার পাশাপাশি কিছু ঝলকও দেখিয়েছেন। যদিও শেষ পর্যন্ত কোনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

বদলি হিসেবে মাঠে নামেন মেসি
বদলি হিসেবে মাঠে নামেন মেসি – রয়টার্স

আজ শুক্রবার চিলির মাঠ হুলিও মার্তিনেজে প্রথম কয়েক মিনিট সতর্ক হয়ে খেলতে দেখা যায় আর্জেন্টিনাকে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টায় দ্রুত আক্রমণে যায় চিলি। যদিও সাফল্য পায়নি তারা। সময় গড়ানোর সঙ্গে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। বলের দখল রেখে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তেমনই এক সুযোগ থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

১৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগিয়ে গিয়ে থ্রু পাস দেন থিয়াগো আলমাদা। এরপর বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ছন্দে থাকা আলভারেজ।

বিরতির পর ৫৭ মিনিটে নিকো পাজের বদলে মাঠে নামেন লিওনেল মেসি। এ সময় চিলিও মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। সমতা ফেরানোর লক্ষ্যে বেশ কিছু আক্রমণও তৈরি করে তারা। যদিও শেষ মুহূর্তে গিয়ে বারবার নিরাশ হতে হয়েছে তাদের।

একইভাবে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ এসেছিল আর্জেন্টিনার জন্যও। তবে ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। তাতে অবশ্য বাছাইপর্বের ১১তম জয় নিয়ে মাঠ ছাড়তে আর্জেন্টিনার কোনো অসুবিধা হয়নি।