মিডিয়া জগতের এক আবেগ ও ভালোবাসার নাম “নয়ন রায়”,

- আপডেট ০১:২৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৭৬ বার পঠিত হয়েছে
মিডিয়া জগতের এক আবেগ ও ভালোবাসার নাম “নয়ন রায়”,
বিনোদন ডেস্ক : উত্তরবঙ্গের জনপ্রিয় একজন মডেল নয়ন রায়।মিডিয়ায় ও মডেলিং জগতে যদি কোন নাম থাকে তবে এক নামে জনপ্রিয় একজন সুদর্শন মডেল হিসেবে যাকে সবাই চিনেন নাম তাঁর নয়ন রায়। তিনি ছিলেন এ দশকের বাংলাদেশের মডেলিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্বের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন। পেশায় ছিলেন একজন সাংবাদিক। সাংবাদিক হয়েও শখের বসে একটা কাজ করতে এসে মিডিয়ার জগতে তার সুনাম ছড়িয়ে যায় । তৈরি হয় তাঁর অগনিত ভক্ত ও বেড়ে যায় জনপ্রিয়তা। অভিনয় জগতে তিনি পরিচালক “আনোয়ার হোসেন অনিক” এর হাত ধরে প্রয়াত চিত্রনায়ক ‘সালমান শাহ্’ এর “চাওয়া থেকে পাওয়া” সিনেমার “সাথী তুমি আমার জীবনে” গানের মধ্য দিয়ে খ্যাতি লাভ করেন। ব্যক্তিত্ব ও চরিত্র,র দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ ও আত্মনির্ভরশীল একজন মডেল অভিনেতা। তার অভিনয়ে বাস্তবতার ছোঁয়া ছিল, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর রোমান্টিকতা এতোটাই নিখুঁত ছিল যে মনে হতো অভিনয় নয় এ যেন সত্য। স্টাইলে তিনি ছিলেন ফ্যাশন সচেতন । সব সময় ফর্মাল পোশাক পরলেও তাঁর কালার কম্বিনেশন ছিল অসাধারণ। তরুণ প্রজন্মের জন্য স্টাইল আইকন হিরো তিনি। তার চুলের স্টাইল, পোশাক, ও চালচলন এখনকার যুবসমাজের থেকে ছিল সম্পূর্ণ আলাদা। সাধারণের মধ্যে কিভাবে অসাধারণ ভাবে থাকতে হয় তার জলজ্যান্ত প্রমাণ তিনি। অত্যন্ত সাহসী ও আত্মপ্রত্যয়ী নয়ন রায় চান সবসময় ভিন্নধর্মী পোষাকে অভিনয় করতে। এবং নিজেকে নিত্য নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি ২০২১ সালে মডেলিং জগতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন। এই সময়ে এসে পুরনো গান গুলোকে এমন ভাবে কাভার করতেন যেন দর্শক হারিয়ে যেত সেই ৯০ দশকে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই প্রাণবন্ত ও বন্ধুবৎসল। সহকর্মীরা তাকে উদার ও সহযোগিতামূলক মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর সাথে জুটি বেঁধে কাজ করা মডেল অধরা বলেন, নয়ন রায়ের সাথে কাজ এক আলাদা অনুভূতি, শুটিং সেটে তিনি যথেষ্ট কেয়ারিং, একটা কথা না বললেই নয়, কখন কাজ শেষ হয় শুরু হয় বুঝতেই পারিনা। অনেক ভালো মনের একজন মানুষ তিনি। এছাড়াও তিনি নিপা, আলো, চাঁদনী, ঈরা, আশা, নিশি, রিয়া, প্রেমা, রিমা, দিয়া, মেহজাবিন, শামিমা, পাখি, মিষ্টি ও সাথী সহ বিভিন্ন জনপ্রিয় মডেলদের সঙ্গে ভিডিওর কাজ করেছেন। মিডিয়া জীবন খুব দীর্ঘ না হলেও, অল্প সময়ে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা ছিল কঠোর পরিশ্রম ও প্রতিভার ফল। নয়ন রায় ছিলেন এ মিডিয়া জগতের এক অনন্য মডেল, যার জনপ্রিয়তা আজও অটুট। প্রায় তিন বছর ক্যারিয়ারে তিনি প্রায় অর্ধশতাধিক মিউজিক ভিডিও ও কিছু শর্ট ফ্লিমে কাজ করেন। তিনি বাংলা, ভারতীয়, হিন্দি, তেলেগু, ভোজপুরী সহ বেশ কয়েক ভাষার গানে মিউজিক ভিডিও করেন। তাঁর NOYON ROY নামে অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে। নয়ন রায় বলেন, এভাবে দর্শকদের ভালোবাসা পেলে সামনে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবং তিনি তাঁর দর্শক ও ভক্তদের কাছ থেকে দোয়া/আশির্বাদ কামনা করেছেন।