মাগুরায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

- আপডেট ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩৮ বার পঠিত হয়েছে
মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী সোনালী খাতুন(৩৭) নিহত হয়েছে। শনিবার ১২ জুলাই সকালে উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোনালী হরিপুর গ্রামর মিজানুরে স্ত্রী।
সোনালী বেগমের মেয়ে মদিনা
জানায়,আব্বু ঢাকায় রড এর কাজ করে আজ
সকালে বাড়ী এসে আম্মুর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্বু আম্মুর মাথায় রড দিয়ে মারে৷আম্মু কিছুক্ষণ দাপাদাপি করে ঘটনাস্থলেই মারা যয়।
নিহতের প্রতিবেশি জুয়েল হাসান জানান,ভোর সকালে মিজানুরকে বাড়ির সিড়িতে বসে থাকা দেখি।কিছু সময় পর ওই বাড়িতে চিৎকার শব্দ শুনে বাড়িতে যেয়ে দেখি ঘরের মধ্যে রক্তা অবস্থায় নিথর হয়ে সোনালী পড়ে আছে।তার শ্বাস প্রশ্বাস চলছিলো না।পরে আমরা শালিখা থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ওলি মিয়া জানান,
সকালে হরিপুর গ্রামের মিজানুর রহমানের সাথে তার স্ত্রী পারিবারিক কলহের কারণে মিজানুর ঘরে থাকা শাবল বের করে এনে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেছি।এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।