সর্বশেষ
ময়মনসিংহ নগরীর রহমতপুরে শব্দদুষণ করায় ৩ টি গাড়িত ৪০০০ টাকা জরিমানা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
- আপডেট ১২:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৬৮ বার পঠিত হয়েছে
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার রহমতপুর বাইপাস নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লংঘন করার ৩ টি গাড়িকে মোট ৪০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন ও মোঃ রাশিক খান শুষান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত