Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক,,

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট ১২:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ১১৩ বার পঠিত হয়েছে

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন মানুষ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর ছেলে।

আহতদের উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আজ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বাগেরহাটের মোল্লাহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক,,

আপডেট ১২:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন মানুষ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর ছেলে।

আহতদের উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আজ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।