Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের মহিলা মেম্বার শিলা গ্রেফতার

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট ০২:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৮৫ বার পঠিত হয়েছে

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে দশটায় বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা পারভিন শিলা খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সে ওই ইউনিয়নের পালাতক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফহম ফকিরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাদিজা আক্তার শিলা ফহম ফকিরের স্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ও ইউ পি সদস্য হওয়ায় প্রভাব দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টিউবওয়েল, ঘর ও কার্ড ইত্যাদি দেওয়ার কথা বলে বছরের পর বছর প্রতারণা করে আসছে। ঘটনার দিন শুক্রবার ভোরে স্থানীয় হিরাঙ্গীর নামক জনৈক ব্যক্তি শীলা মেম্বারের বাড়িতে যায় এবং তাকে ঘর বাবদ দেওয়া ১৪ হাজার টাকার মধ্যে কিছু টাকা ফেরত চাই। সে বলে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কাছে টাকা নেই, তাকে চিকিৎসা করাতে হবে।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, পুলিশ খবর পেয়ে খানপুর এলাকা থেকে খাদিজা আক্তার শীলাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের মহিলা মেম্বার শিলা গ্রেফতার

আপডেট ০২:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে দশটায় বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা পারভিন শিলা খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সে ওই ইউনিয়নের পালাতক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফহম ফকিরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাদিজা আক্তার শিলা ফহম ফকিরের স্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ও ইউ পি সদস্য হওয়ায় প্রভাব দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টিউবওয়েল, ঘর ও কার্ড ইত্যাদি দেওয়ার কথা বলে বছরের পর বছর প্রতারণা করে আসছে। ঘটনার দিন শুক্রবার ভোরে স্থানীয় হিরাঙ্গীর নামক জনৈক ব্যক্তি শীলা মেম্বারের বাড়িতে যায় এবং তাকে ঘর বাবদ দেওয়া ১৪ হাজার টাকার মধ্যে কিছু টাকা ফেরত চাই। সে বলে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কাছে টাকা নেই, তাকে চিকিৎসা করাতে হবে।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, পুলিশ খবর পেয়ে খানপুর এলাকা থেকে খাদিজা আক্তার শীলাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।