Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুর সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৫১ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন রহিমাবাদ সেনা স্মরণী গেটের সামনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপরীতে হাইওয়ে পাকা রাস্তার উপর গাইবান্ধা হতে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬। পরিবহন অজ্ঞাতনামা পাথর বোঝাই ট্রাক বাসটির পিছনে ধাক্কা দিলে আলহামরা বাসের সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। এবং তাৎক্ষণিকভাবে অজ্ঞাতনামা ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায় এবং বাসের যাত্রী ভিকটিম ১। মোঃ নাজমুল (৩৪), পিতা- আবুল কাশেম, সাং- বেলকা, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা, ২। আল মামুন (৩৭), পিতা- ইলবাস, সাং- বড় কুঠিপাড়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা, ৩। শিমুল (২৩), পিতা- বাহাদুর, সাং- করমজা, থানা-সাথিয়া, জেলা- পাবনা, ৪। মোঃ মিন্টু (২৩), পিতা- নয়া মিয়া, সাং- হিয়ালি, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা, ৫৷ মোঃ আতিকুল ইসলাম (২৬), পিতা- সালাম, সাং- পাঁচপীর বাজার, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা, ৬। আশিকুর রহমান (২৬), পিতা- আইয়ুব, সাং- জারাবর্ষা, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা, ৭। সাপাউর (৫৮), পিতা- মৃত আজিজুল, সাং- মালিবাড়ি, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, ৮। শ্রী ভূপাতি কুমার (৫৪), পিতা- পলি কান্ত, সাং- উত্তর সাখুরা, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা গণ গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন ভিকটিম গণকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬ শেরপুর হাইওয়ে থানায় আটক আছে। ট্রাকটি ঘটনার স্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়াই
আসামি অভিযুক্তের নাম ও ঠিকানা জানা সম্ভব হয় নাই।গৃহীত ব্যবস্থা*(মামলা/জিডি)
থানার এসআই নিঃ মোঃ এখলাসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়া শাজাহানপুর সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত

আপডেট ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গতকাল মঙ্গলবার ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন রহিমাবাদ সেনা স্মরণী গেটের সামনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপরীতে হাইওয়ে পাকা রাস্তার উপর গাইবান্ধা হতে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬। পরিবহন অজ্ঞাতনামা পাথর বোঝাই ট্রাক বাসটির পিছনে ধাক্কা দিলে আলহামরা বাসের সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। এবং তাৎক্ষণিকভাবে অজ্ঞাতনামা ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায় এবং বাসের যাত্রী ভিকটিম ১। মোঃ নাজমুল (৩৪), পিতা- আবুল কাশেম, সাং- বেলকা, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা, ২। আল মামুন (৩৭), পিতা- ইলবাস, সাং- বড় কুঠিপাড়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা, ৩। শিমুল (২৩), পিতা- বাহাদুর, সাং- করমজা, থানা-সাথিয়া, জেলা- পাবনা, ৪। মোঃ মিন্টু (২৩), পিতা- নয়া মিয়া, সাং- হিয়ালি, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা, ৫৷ মোঃ আতিকুল ইসলাম (২৬), পিতা- সালাম, সাং- পাঁচপীর বাজার, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা, ৬। আশিকুর রহমান (২৬), পিতা- আইয়ুব, সাং- জারাবর্ষা, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা, ৭। সাপাউর (৫৮), পিতা- মৃত আজিজুল, সাং- মালিবাড়ি, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, ৮। শ্রী ভূপাতি কুমার (৫৪), পিতা- পলি কান্ত, সাং- উত্তর সাখুরা, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা গণ গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন ভিকটিম গণকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬ শেরপুর হাইওয়ে থানায় আটক আছে। ট্রাকটি ঘটনার স্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়াই
আসামি অভিযুক্তের নাম ও ঠিকানা জানা সম্ভব হয় নাই।গৃহীত ব্যবস্থা*(মামলা/জিডি)
থানার এসআই নিঃ মোঃ এখলাসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।