বগুড়া দুপচাঁচিয়ায় শশুর ও পুত্রবধুকে হত্যার আসামী জিয়ারুল মোল্লা র্যাবের হাতে গ্রেফতার

- আপডেট ০৮:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৭৪ বার পঠিত হয়েছে
বগুড়া দুপচাঁচিয়ায় শশুর ও ইউনিয়নের পুত্রবধূকে হত্যার মামলার আরেক আসামি ডাকাত চক্রের সদস্য জিয়ারুল মোল্লা র্যাবের হাতে গ্রেফতার।
গত ৮ জুলাই দিবাগত রাত থেকে ৯ জুলাই ভোর আনুমানিক ৪ টায় পূর্বে যে কোন সময় ভিকটিম রিভা (৩৫) এবং আফতাব উদ্দিন (৭০) দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লাক্ষীমন্ডপ গ্রামে বাদির পিতা ভিকটিম আফতাব উদ্দিন (৭০) এর বসত বাড়িতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা কে বা কাহারা ভিকটিমদের হাত, পা, মুখ রশি দ্বারা বাধিয়া শ্বাসরোধ করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০৮ তারিখ-১০/০৭/২০২৫ ইং ধারা ৩৯৪/৩০২/৩৪ দঃ বিঃ।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় উল্লিখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জিয়ারুল মোল্লা (৩৫) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৮ জুলাই রাতে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জিয়ারুল মোল্লা (৩৫), পিতাঃ মৃত রহেদ, সাং বড়ভাদাহার, কাহালু, বগুড়াকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হলো৷