বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় এক মেরিল ইঞ্জিনিয়ারের মৃত্যু

- আপডেট ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৭৪ বার পঠিত হয়েছে
বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর দুটার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে লালমনি এক্সপ্রেস আন্ত নগর ট্রেনে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ নাছিম আহমেদ জয় (৩২)। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। সান্তাহার রেলওয়ে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেরিন ইঞ্জিনিয়ার নাছিম আহমেদ জয় গত ১০ দিন আগে আমেরিকা থেকে ছুটিতে বাড়ি এসেছেন। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন। দুপুর দুটার দিকে তিনি সান্তাহার রেলগেট পার হচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত নগর ট্রেনটি সান্তাহার রেলগেটে পৌঁছলে তিনি অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেলে। এই দুর্ঘটনাটি ঘটে। তার এই অকাল মৃত্যুতে তার নিজ এলাকা গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।