Dhaka ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইন সহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১০:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৫০ বার পঠিত হয়েছে

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৩ হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও হেরোইন বেচাকেনার কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করে।ডিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ৭ জুলাই দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে ডিবি একটি টিম নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার মোঃ রবিউল ইসলাম (ওরফে) ভোট এর পুত্র সবুজ, জোকা মোল্লাপাড়ার, মোঃ শিবলু (২৮), বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৮), তিনজনই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও প্রাইভেট কার জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি আরো জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইন সহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

আপডেট ১০:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৩ হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও হেরোইন বেচাকেনার কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করে।ডিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ৭ জুলাই দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে ডিবি একটি টিম নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার মোঃ রবিউল ইসলাম (ওরফে) ভোট এর পুত্র সবুজ, জোকা মোল্লাপাড়ার, মোঃ শিবলু (২৮), বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৮), তিনজনই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও প্রাইভেট কার জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি আরো জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।