Dhaka ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৩ জন

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১০:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৫১ বার পঠিত হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

গতকাল রোববার ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২৩), বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৬)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত। কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো-ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৩ জন

আপডেট ১০:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

গতকাল রোববার ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২৩), বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৬)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত। কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো-ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।