বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ দুপচাঁচিয়ায় বিভিন্ন অফিস পরিদর্শন

- আপডেট ০৮:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৮২ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন অফিস গতকাল ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব) হোসনা আফরোজ, এ সময় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।
এছাড়াও তিনি দুপচাঁচিয়া পৌরসভা ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২৭ টি অসহায় ও তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ বান্ডিল টিন ও ৯০ হাজার টাকার চেক, সমাজসেবা অফিসার পক্ষ হতে ২৬ জনের মাঝে ৭ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণ, কৃষি পূর্ণবাসন সহায়তাখাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ কৃষকদের মাঝে ১ হাজার ৫০ টি নারীকেল গাছের চারা বিতরণ, ও গ্রাম পুলিশদের মাঝে পোশাক ছাতা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। একই দিন বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার ও অত্র ইউনিয়নের দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন।