Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ ৯ জন আটক

নিজস্ব প্রতিনিধিঃ=
  • আপডেট ০৬:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৮৬ বার পঠিত হয়েছে

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল গত ১৬ জুন সোমবার অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত এমন ৯ জনকে ইয়াবা ও হেরোইন সহ আটক করা হয়। এ সময় ১৪ পিস ইয়াবা ও ২৯ প্যাকেট (আনুমানিক ১০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ ৯ জন আটক

আপডেট ০৬:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল গত ১৬ জুন সোমবার অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত এমন ৯ জনকে ইয়াবা ও হেরোইন সহ আটক করা হয়। এ সময় ১৪ পিস ইয়াবা ও ২৯ প্যাকেট (আনুমানিক ১০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।