Dhaka ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ০৮:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৪০ বার পঠিত হয়েছে

বগুড়ায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার ১৭ জুলাই দিবাগত রাত ১টা ১০ মিনিটে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় বিটিসিএল মাইক্রোওয়েভ বেতার স্টেশন অফিসের গেটসংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম মিয়া (২০) ও মো. লিয়ন মিয়া (২২)। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শামীমের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার মইদাম হাজিপাড়া গ্রামে এবং লিয়নের বাড়ি উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ায়। বর্তমানে তারা কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী নেপাদদারগা এলাকায় বসবাস করছিলেন।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে গাঁজা ও ফেনসিডিলের মতো মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন। তাদের ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ এক হাজার টাকাও জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া র‌্যাব-১২ পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপডেট ০৮:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বগুড়ায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার ১৭ জুলাই দিবাগত রাত ১টা ১০ মিনিটে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় বিটিসিএল মাইক্রোওয়েভ বেতার স্টেশন অফিসের গেটসংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম মিয়া (২০) ও মো. লিয়ন মিয়া (২২)। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শামীমের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার মইদাম হাজিপাড়া গ্রামে এবং লিয়নের বাড়ি উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ায়। বর্তমানে তারা কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী নেপাদদারগা এলাকায় বসবাস করছিলেন।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে গাঁজা ও ফেনসিডিলের মতো মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন। তাদের ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ এক হাজার টাকাও জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া র‌্যাব-১২ পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান চলমান থাকবে।